বায়তুল মুকাররম মসজিদ !
বায়তুল মুকাররম মসজিদটি ঢাকার পুরানা পল্টনে অবস্থিত। এটি বাংলাদেশের জাতীয় মসজিদ। এর নির্মাণ কাজ শুরু হয় ১৯৬০ সালে। পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তাঁর ভাতিজা ইয়াহিয়া বাওনির উদ্যোগে এ মসজিদ নির্মাণের পদক্ষেপ গৃহীত হয়। বায়তুল মুকাররম-এর প্রধান ভবনটি ৮ তলা এবং এর উচ্চতা ৩০.১৮ মিটার। বর্তমানে দু’টি সুউচ্চ মিনার নির্মাণ করে এর সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। উইকিপিডিয়ার মতে, বায়তুল মুকাররম বিশ্বের নবম বৃহত্তম মসজিদ। এ মসজিদে বর্তমানে ৪০,০০০ মুসল্লী একসাথে নামাজ আদায় করতে পারেন।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।