বৈশাখী মেলা !



বৈশাখী মেলা বাংলা নববর্ষ উপলক্ষে হয়ে থাকে। নববর্ষকে উৎসবমুখর করে তুলতেই এ মেলার আয়োজন করা হয়। বৈশাখী মেলা বাংলার গ্রামীণ জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখন কেবল গ্রামেই নয় শহরগুলতেও এ মেলা হয়ে থাকে আত্যন্ত জাঁকজমকভাবেই। এ মেলায় দেশি-বিদেশি পণ্যের পাশাপাশি লোকজ খাদ্যদ্রব্য (চিড়া, মুড়ি, খই, কদমা) পাওয়া যায়। এ মেলার সবচেয়ে বড় আকর্ষণ ‘নাগরদোলা’। শিশু, কিশোর, বৃদ্ধ সকলেই নাগরদোলায় চড়ে আনন্দ উপভোগ করে।

নাইমুল ইসলাম

পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube

No comments

পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।

Theme images by sbayram. Powered by Blogger.