বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী স্থান পম্পেই !



পম্পেই একটি ধ্বংসপ্রাপ্ত রোমান ছোট নগর, যা বর্তমান ইতালিতে অবস্থিত। ৭৯ সালে ভিসুভিয়াস পর্বতের আগ্নেয়গিরির দুই দিন স্থায়ী অগ্নুৎপাতে পম্পেই নগরী সম্পূর্ণভাবে পুড়ে ধ্বংস হয়ে গিয়েছিলো। ভয়াবহ এ আগ্নেয়গিরির ফলে শহরটি ১৩ থেকে ২০ ফুট ছাই এবং ঝামাপাথরের নিচে চাপা পড়ে গিয়েছিলো। এতে প্রায় ১৬,০০০ মানুষের করুণ মৃত্যু ঘটে। দীর্ঘকাল মাটির নিচে চাপা পড়ে থাকার পর ১৫৯৯ সালে সর্বপ্রথম নগরীটিকে মাটির নিচ থেকে আলোতে আনা হয়। পরবর্তীতে স্প্যানের প্রকৌশলী রোকিও জোকুইন ডি অ্যালকুবিরি ১৭৪৮ সালে নগরীটি সম্পূর্ণরূপে জনগণের দৃষ্টিতে আনেন। ২৬০ বছরেরও বেশি সময় ধরে খনন কাজ চলার পরও এখনো শহরটি প্রায় এক-তৃতীয়াংশ এলাকা উদ্ধার হয়নি। বর্তমানে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের তালিকাভুক্ত একটি স্থান। 


নাইমুল ইসলাম

পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube

No comments

পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।

Theme images by sbayram. Powered by Blogger.