সালার ডি ইউনি- বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক আয়না !


আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে কে না ভালোবাসে?পৃথিবীর প্রায় প্রতিটি মানুষ আয়নার ব্যাবহার করে।আর  এ কারণে প্রত্যেক বাড়িতেই আয়না রাখা হয়।কিন্তু পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেখানে প্রকৃতি নিজেই আয়নার ব্যাবস্থা করে রেখেছে।
সালার ডি ইউনি এমনই একটি স্থান।এটি মূলত বিশ্বের বৃহত্তম লবণের সমতল ভূমি।অপরূপ সুন্দর এ স্থানটি  বলিভিয়ার ড্যানিয়েল প্রদেশে অবস্থিত।এখানে ১০,৫৪২ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে প্রায় ১০ বিলিয়ন টন লবণ। শুস্ক মৌসুমে এ স্থানটি ধবধবে সাদা থাকে আর বর্ষাকালে বৃষ্টির পানি লবনের উপর কয়েক ইঞ্চি সচ্ছ আস্তরণ পড়ে যাতে আকশের প্রতিফলন স্পষ্টভাবে দেখা যায়।সে সচ্ছ আবরণের উপর আপনি আপনার নিজের প্রতিবিম্বও স্পষ্ট ভাবে  দেখতে পাড়বেন।বর্ষার সময় এই বৃহত্তম লবণের সমতল ভূমিটি বিশ্বের সর্ববৃহৎ আয়নায় পরিণত হয়।সালার ডি ইউনিতেই বিশ্বের প্রথম লবণ হোটেল ‘লুনা সালাদা’ অবস্থিত।
এখানকার অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য সারা বছর এখানে পর্যটকরা ভিড় জমায় ।তবে আপনি যদি বৃহত্তম আয়নার সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে বর্ষাকালে আসতে হবে।

নাইমুল ইসলাম

পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube

No comments

পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।

Theme images by sbayram. Powered by Blogger.