ক্যানো ক্রিস্টাল-পৃথিবীর সবচেয়ে সুন্দর নদীর গল্প!
পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই নদী আছে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য অনেকেই ছুটে যান নদীর ধারে অথবা চলে যান নৌকা ভ্রমনে।নদীর একটি অন্যরকম সৌন্দর্য আছে যা অনেক ভ্রমন পিপাসু মানুষদের প্রাধান আকর্ষণ।তাই আজ আপনাদের জানাচ্ছি পৃথিবীর সবচেয়ে সুন্দর নদীর কথা।
ক্যানো ক্রিস্টাল হোল পৃথিবীর সবচেয়ে সুন্দর নদী।কলম্বিয়ার শহর মেটার সেরানিয়া দি লা মেকারেনায় অবস্থিত এই নদী।এই নদীটিকে River Of Five Colours বা Liquid Rainbow bola হয়। বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত এ নদী লাল,হলুদ,সবুজ,নীল ও কালো রং ধারন করে।এই নদীর তলদেশে ‘Macarenia Clavigera’নামক এক জলজ উদ্ভিদের কারণে পানির বিভিন্ন ধরণের রং হয়ে থাকে। নদীর দ্রুত ও সচ্ছ পানির স্রোত ও স্রোতের উপর সূর্যের প্রতিফলনের কারণে এই নদী অপরূপ সাজে সজ্জিত হয়।পাঁচটি রঙের সমাহারের কারণে এই নদীটিকে বিশ্বের সবচেয়ে সুন্দর নদী বলা হয়। বছরের নির্দিষ্ট সময় দেশ বিদেশের বহু পর্যটক এই নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে ভির জমায়।
ক্যানো ক্রিস্টাল হোল পৃথিবীর সবচেয়ে সুন্দর নদী।কলম্বিয়ার শহর মেটার সেরানিয়া দি লা মেকারেনায় অবস্থিত এই নদী।এই নদীটিকে River Of Five Colours বা Liquid Rainbow bola হয়। বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত এ নদী লাল,হলুদ,সবুজ,নীল ও কালো রং ধারন করে।এই নদীর তলদেশে ‘Macarenia Clavigera’নামক এক জলজ উদ্ভিদের কারণে পানির বিভিন্ন ধরণের রং হয়ে থাকে। নদীর দ্রুত ও সচ্ছ পানির স্রোত ও স্রোতের উপর সূর্যের প্রতিফলনের কারণে এই নদী অপরূপ সাজে সজ্জিত হয়।পাঁচটি রঙের সমাহারের কারণে এই নদীটিকে বিশ্বের সবচেয়ে সুন্দর নদী বলা হয়। বছরের নির্দিষ্ট সময় দেশ বিদেশের বহু পর্যটক এই নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে ভির জমায়।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।