ফোর্বসের জরিপে ২০১৮ সালের সবচেয়ে বেশি আয় করা ১০ খেলোয়াড় !
ফোর্বস কিছুদিন আগে প্রকাশ করেছে এই বছরের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকা।চলুন দেখে আসি ২০১৮ সালের সবচেয়ে বেশি আয় করা ১০ ফুটবল খেলোয়াড় সম্পর্কে।এদের একেক জনের আয় দেখলে আপনার চোখ কপালে উঠতে পারে।
১০. এঞ্জেল ডি মারিয়া (ক্লাব-পিএসজি ও জাতীয় দল- আর্জেন্টিনা)
বেতন ও বোনাসঃ ২০.৬ মিলিয়ন ডলার
মোট আয়ঃ ২২.৬ মিলিয়ন ডলার
প্রধান স্পন্সরঃ এডিডাস ।
৯. সার্জিও আগুয়েরো (ক্লাব-ম্যানচেস্টার সিটি ও জাতীয় দল- আর্জেন্টিনা)
বেতন ও বোনাসঃ১৭ মিলিয়ন ডলার
মোট আয়ঃ২৩.৫ মিলিয়ন ডলার
প্রধান স্পন্সরঃপুম।
৮. ওয়েইন রুনি (ক্লাব-ডি সি ইউনাইটেড ও জাতীয় দল-ইংল্যান্ড)
বেতন ও বোনাসঃ২২ মিলিয়ন ডলার
মোট আয়ঃ২৭ মিলিয়ন ডলার
প্রধান স্পন্সরঃহার্পার কলিন্স।
৭. লুইস সুয়ারেজ (ক্লাব-বার্সেলোনা ও জাতীয় দল- উরুগুয়ে)
বেতন ও বোনাসঃ১৯.৯ মিলিয়ন ডলার
মোট আয়ঃ২৬.৭ মিলিয়ন ডলার
প্রধান স্পন্সরঃএডিডাস, প্রো ইভ্যলুশন সকার, গেটোরেড।
৬. অস্কার (ক্লাব-সাংহাই শেনহুয়া ও জাতীয় দল-ব্রাজিল)
বেতন ও বোনাসঃ২৫.৯ মিলিয়ন ডলার
মোট আয়ঃ২৭.৪ মিলিয়ন ডলার
প্রধান স্পন্সরঃএডিডাস
৫.পল পগবা (ক্লাব-ম্যানচেস্টার ইউনাইটেড ও জাতীয় দল- ফ্রান্স)
বেতন ও বোনাসঃ২৫ মিলিয়ন ডলার
মোট আয়ঃ২৯.৫ মিলিয়ন ডলার
প্রধান স্পন্সরঃএডিডাস
৪. গ্যারেথ বেল (ক্লাব-রিয়াল মাদ্রিদ)
বেতন ও বোনাসঃ২৮.৬ মিলিয়ন ডলার
মোট আয়ঃ৩৪.৬ মিলিয়ন ডলার
প্রধান স্পন্সরঃএডিডাস
৩. নেইমার (ক্লাব-প্যারিস সেইন্ট জার্মেই ও জাতীয় দল-ব্রাজিল)
বেতন ও বোনাসঃ৭৩ মিলিয়ন ডলার
মোট আয়ঃ৯০ মিলিয়ন ডলার
প্রধান স্পন্সরঃ নাইকি, রেড বুল, জিলেট, বিটস ইলেকট্রনিকস, ম্যাকডোনাল্ড।
২. ক্রিস্টিয়ানো রোনালদো (ক্লাব-জুভেন্টাস ও জাতীয় দল-পর্তুগাল)
বেতন ও বোনাসঃ৬১ মিলিয়ন ডলার
মোট আয়ঃ১০৮ মিলিয়ন ডলার
প্রধান স্পন্সরঃ নাইকি, হার্বালাইফ, ক্লিয়ার, আমেরিকান টুরিস্টার, সি আর সেভেন জিনস, আন্ডারওয়্যার, ফ্র্যাগন্যান্স, হোটেল, জিমস।
১.মেসি ( ক্লাব- বার্সেলোনা ও জাতীয় দল-আর্জেন্টিনা)
বেতন ও বোনাসঃ৮৪ মিলিয়ন ডলার
মোট আয়ঃ১১১ মিলিয়ন ডলার
প্রধান স্পন্সরঃ এডিডাস, গেটোরেড, মাস্টারকার্ড, পেপসি, লেইস, ওরেডো, হুয়াউই টেকনোলোজিস।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।