বিলুপ্তির ৪০০ বছর পর যে প্রাণীগুলো ফিরে এসেছে পৃথিবীতে!
পৃথিবী থেকে এ পর্যন্ত বহু প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্তির পথে রয়েছে বেশ কিছু প্রাণী। জলবায়ু পরিবর্তন, ক্রমাগত বন উজাড়িকরণে বাসস্থান হারানো এবং অবৈধ শিকারসহ নানা কারণে বর্তমানে মহাবিপন্নের তালিকায় রয়েছে ১০টি প্রাণী। সময়ের বিবর্তনে বিলুপ্ত হয়ে যাওয়া কিছু প্রাণী দীর্ঘ সময়ের পর পুনরায় মানুষের দৃষ্টিগোচর হয়। এর মধ্যে কয়েকটি হলো-
লা গোমেরা জায়ান্ট লিজারডঃ
প্রাণীবিজ্ঞানীরা ধারনা করেছিলেন এই বিশালকৃতির টিকটিকি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। দীর্ঘ সময় পৃথিবীর কোথাও এ প্রাণীটির অস্তিত্ব ছিল না। কিন্তু ১৯৯৯ সালে লা গোমেরা দ্বীপে এ প্রানিতি পুনরাবিষ্কৃত হয়। বর্তমানে ৯০টি গোমেরা জায়ান্ট লিজারড বন্য অবস্থায় এবং ৪৪টি বন্দী অবস্থায় বেঁচে আছে।
প্রাণীবিজ্ঞানীদের ধারনা ছিল সাইপ্রাস কাঁটাযুক্ত ইদুর পৃথিবী থেকে চিরতরে বিদায় হয়ে গেছে। কিন্তু ২০০৭ সালে ৪টি ইঁদুর ধরা পড়ার পর বিজ্ঞানীরা আশ্বস্ত হয়েছেন যে, পৃথিবীর বুকে এখনো সাইপ্রাস কাঁটাযুক্ত ইদুরের অস্তিত্ব রয়েছে।
১৯৮২ সালে এ ব্যাঙটি সর্বপ্রথম দেখা গিয়েছিল ভেনিজুয়েলার পর্বতে। তারপর আর এ প্রাণীটি কারো দৃষ্টিগোচর হয়নি। ২০০৩ সালে এ প্রাণীটি পুনরাবিষ্কৃত হয়।
লা গোমেরা জায়ান্ট লিজারডঃ
প্রাণীবিজ্ঞানীরা ধারনা করেছিলেন এই বিশালকৃতির টিকটিকি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। দীর্ঘ সময় পৃথিবীর কোথাও এ প্রাণীটির অস্তিত্ব ছিল না। কিন্তু ১৯৯৯ সালে লা গোমেরা দ্বীপে এ প্রানিতি পুনরাবিষ্কৃত হয়। বর্তমানে ৯০টি গোমেরা জায়ান্ট লিজারড বন্য অবস্থায় এবং ৪৪টি বন্দী অবস্থায় বেঁচে আছে।
সাইপ্রাস কাঁটাযুক্ত ইদুরঃ
প্রাণীবিজ্ঞানীদের ধারনা ছিল সাইপ্রাস কাঁটাযুক্ত ইদুর পৃথিবী থেকে চিরতরে বিদায় হয়ে গেছে। কিন্তু ২০০৭ সালে ৪টি ইঁদুর ধরা পড়ার পর বিজ্ঞানীরা আশ্বস্ত হয়েছেন যে, পৃথিবীর বুকে এখনো সাইপ্রাস কাঁটাযুক্ত ইদুরের অস্তিত্ব রয়েছে।
রেনকো গ্র্যান্ডি হারলিকুইন ব্যাঙঃ
১৯৮২ সালে এ ব্যাঙটি সর্বপ্রথম দেখা গিয়েছিল ভেনিজুয়েলার পর্বতে। তারপর আর এ প্রাণীটি কারো দৃষ্টিগোচর হয়নি। ২০০৩ সালে এ প্রাণীটি পুনরাবিষ্কৃত হয়।
বারকুডিয়া পা-বিহীন স্কিঙ্ক লিজারডঃ
বারকুডিয়া স্কিঙ্ক লিজারডের পা নেই এবং এটি দেখতে অনেকটা বিশালকৃতির কেঁচোর মতো। বিলুপ্ত এ প্রাণীটি ৮৬ বছর পর ২০০৩ সালে পুনরায় দেখা যায়।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।