কাঁদলে চোখ দিয়ে পানি পড়ে কেন?

এর কারন হোল প্রতিটি চোখে অশ্রুগ্রন্থি নামে এক প্রকার গ্রন্থি থাকে।এ গ্রন্থি থেকে কতগুলো নালী চোখের উপরিপাতায় উন্মুক্ত হয়।এ নালী সমুহের মাধ্যমেই অশ্রুগ্রন্থি থেকে পানি বেরিয়ে আসে,আমরা যখন পলক ফেলি তখন ঐ নালী মুখ দিয়ে তরল পদার্থ বা পানি বেরিয়ে আসে এবং চোখকে সিক্ত রাখে ও চোখকে শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করে।অন্য দিকে আমরা যখন কষ্ট পাই তখন অই সংবাদ পরবর্তী ক্রিয়ার মাধ্যমে চোখের পানি উৎপন্ন করে।আসলে আমরা যখন কাঁদি তখন নালীপথ থেকে বেশি পরিমাণ তরল পদার্থ নিঃসৃত হয়।এর এই তরলকেই চোখের পানি বলে।কখনও কখনও বেশি হাসলেও চোখের পানি বেরিয়ে আসে।কারন হাসির সময় মাংসপেশী অশ্রুগ্রন্থিকে সংকুচিত করে।ফলে চোখের পানি বেরিয়ে আসে।তাছাড়া চোখে ধোঁয়া লাগলে বা পেঁয়াজের ঝাঁজ লাগলেও প্রচুর তরল পদার্থ বেরিয়ে আসে।এটাই হল চোখ থেকে পানি পড়ার কারণ।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।