রেডলাভ এ কেমন উৎসব?
সারা পৃথিবীতে অনেক ধরনের উৎসব পালন করা হয়।দেশ ও জাতি ভেধে এই সব উৎসব ভিন্ন ভিন্ন হয়ে থাকে।কিন্তু এবার ফ্রান্সে অনুষ্ঠিত হয়ে গাল একেবারেই ভিন্নধর্মী একটি উৎসব।এই উৎসবের নাম ছিল রেডহেড’ উৎসব।জন্ম থেকে বিচিত্র রঙের চুলের অধিকারী মানুষের সমাগম হয়েছিলো এই উৎসবে।
উৎসবটি বিশ্বের বিভিন্ন প্রান্তের লালচুলা মানুষের পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার সবচেয়ে বড় উৎসব। প্রতি বছর অনুষ্ঠানটি নেদারল্যান্ডে অনুষ্ঠিত হলেও এ বছর হলো ফ্রান্সে ।
এই উৎসবে বাদামি, আদা রঙা, পিঙ্গল বর্ণ, স্ট্রবেরি রঙের সঙ্গে লালচে ছোঁয়ার সব ধরনের রঙিন চুলের হাজারো মানুষ যোগ দেয়।এরকম অদ্ভুত চুলের মানুষদের জন্য এটি খুব মজার উৎসব।এই উৎসবে তারাই খুব আগ্রহের সাথে যোগ দেন যারা তাদের এই বিচিত্র চুলের জন্য ছোটবেলা থেকে অনেক কথা শুনেছেন।
এই উৎসবে অংশগ্রহণকারী এক ব্যাক্তি বলেন,” ‘১৫ বছরের আগ পর্যন্ত আমার চুল নিয়ে আমাকে উত্ত্যক্ত করার বিষয়টি আমার কাছে খুবই যন্ত্রণাদায়ক ছিল।’তিনি আরো বলেন, ‘এখন কোন লালরঙা শিশু দেখলে আমি তাদের অভয় দেই। আমি চাই না তারা আমার মতোই নিঃসঙ্গতার বেদনা বুঝুক।’
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।