কি হবে যদি পৃথিবীর সব বরফ গলে যায়?

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারনে পৃথিবীর বরফ ক্রমাগত গলছে।গত কয়েক বছরে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারনে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কয়েক গুন বেড়েছে এবং বেড়েই চলেছে । এর ফলাফল আপনি আর আমি কল্পনাও করতে পারছিনা।
একবার ভাবুনতো যদি পৃথিবীর সমস্ত বরফ গলে যায় তাহলে কি হবে?সারা বিশ্ব কি পানির নিচে তলিয়ে যাবে?মানুষের কোন অস্তিত্ত থাকবে?নাকি ঘটবে এর থেকেও ভয়ঙ্কর কোন ঘটনা?
আসুন জেনে নেই পৃথিবীর সমস্ত বরফ গলে গেলে কি হতে পারে?
1. পৃথিবীর ৫.৮ মাইল এলাকা বরফে ঢাকা।এই সমস্ত বরফ গলে গেলে পৃথিবীর সব সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ২৩০ ফুট বৃদ্ধি পাবে।যার ফলাফল হবে ভয়ঙ্কর।এর ফলে আংশিক ভাবে তলিয়ে যাবে সাতটি মহাদেশ।
2. বাংলাদেশে এর ফল হবে মারাত্মক কেননা জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতির বিচারে শীর্ষ ১০টি ক্ষতিগ্রস্থ দেশের মধ্যে প্রথমেই অবস্থান করছে বাংলাদেশ। ।গবেষণা বলছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা যেভাবে বাড়ছে তাতে ২০৫০ সালের মধ্যেই বাংলাদেশের ১৯ টি জেলা পানির নিচে তলিয়ে যাবে।তাহলে যদি সব বরফ গলে যায় তাহলে পৃথিবীর মানচিত্রে হয়ত বাংলাদেশ নামে কোন দেশই থাকবেনা।সম্পূর্ণ বাংলাদেশ পানির নিচে তলিয়ে যাবে।
3. অস্ট্রেলিয়া সমুদ্রতীরের ৮০ ভাগ এলাকা পানির নিচে তলিয়ে যাবে।
4. ইতালির ভ্যানিস এবং নেদারল্যান্ডস পানিতে ভেসে যাবে।
5. আফ্রিকা মহাদেশ ডুবে যাবেনা কিন্তু অতিরিক্ত উষ্ণতার ফলে বেশিরভাগ এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।
6. ইংল্যান্ডের ৮০ ভাগ এলাকা পানিতে তলিয়ে যাবে।স্ট্যাচু অফ লিবার্টির ৯০ ভাগ পানিতে তলিয়ে যাবে।
7. হনডুরাস,মিয়ানমার, হাইতি, নিকারাগুয়া এবং ফিলিপাইন এই দেশগুলো পানির নিচে চলে যাবে।
8. পৃথিবীর ৬০ ভাগ ডুবে যাবে এবং বাকি অংশ বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।
9. গৃহহীন হবে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ।
10. বাতাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা অতিরিক্ত বেড়ে যাবে।দিক পরিবর্তন করবে সমুদ্র।
11. এই পরিবর্তিত পরিবেশের সাথে মানিয়ে নিতে না পারায় ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়বে মেরু অঞ্চলের প্রাণীরা।
12. মরুভূমিতে দেখা দেবে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত।বৃষ্টি প্রবণ এলাকায় দেখা দেবে খরা।ব্যাহত হবে কৃষি ফলে সারা বিশ্বে দেঝা দেবে দুর্ভিক্ষ।
13. ঘূর্ণিঝড় ও বন্যা বাড়বে সমুদ্রে ভুমিকম্প ঘটাবে ভয়ংকর সুনামি।ফলে যারা বেঁচে থাকবে তাদেরকেও প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করতে হবে।
আমরা হয়ত সৌভাগ্যবান যে এই বিপর্যয় গুলো আমাদের দেখতে হবেনা।কিন্তু আমরা যদি সচেতন না হই তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই রকম একটি ভয়ঙ্কর পৃথিবী ছাড়া আর কিছুই রেখে যেতে পারবনা।টাই আসুন নিজেও সচেতন হই অন্যকেও সচেতন করি।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।