মহাকাশে প্রথম প্রাণী লাইকা কি ঘটেছিল তার সাথে ?

মহাকাশে সর্বপ্রথম যে প্রাণীটিকে প্রেরণ করা হয়েছিল, সেটি  ছিল 'লাইকা' নামের একটি কুকুর। ১৯৫৭ সালের ৩ নভেম্বর সোভিয়েত নভোযান 'স্পুটনিক ২'-এ চড়ে এ কুকুরটি মহাকাশ ভ্রমণ করেছিল। লাইকা ছিল মস্কোর রাস্তায় ঘুরে বেড়ানো একটি কুকুর, যার মূল নাম ছিল 'কুদ্রিয়াভকা' এবং সে ছিল একটি মেয়ে কুকুর। মহাকাশে কোনো প্রাণী কেমন আচারন করে এবং তার উপর কি কি প্রভাপ পড়ে, সেতি দেখার জন্নই লাইকাকে মহাকাশে পাঠানো হয়েছিল। তবে লাইকা বেশিক্ষণ বেঁচে থাকতে পারেনি। অত্যধিক চাপ এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে 'স্পটনিক ২' উৎক্ষেপণের কয়েক ঘণ্টার মধ্যেই কুকুরটি মারা গিয়েছিল। ২০০৮ সালের ১১ এপ্রিল রুশ কর্মকর্তারা লাইকার সন্মানে একটি সৃতিসৌধ স্থাপন করেছে। মস্কোর একটি সামরিক গবেষণা প্রতিস্থানের কাসে এই ছোট্ট সৃতিসৌধ অবস্থিত। 
নাইমুল ইসলাম

পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube

No comments

পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।

Theme images by sbayram. Powered by Blogger.