গিজার মহা পিরামিড-বিশ্বের সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম পিরামিড!


গিজার মহা পিরামিডটি বর্তমান মিশরের এল গিজা নামক স্থানে অবস্থিত।এটি গিজায় অবস্থিত ৩টি পিরামিডের মধ্যে সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম।পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চারযগুলোর মধ্যে এটিই একমাত্র স্থাপনা,যেটি এখনো পর্যন্ত প্রায় অক্ষত অবস্থায় টিকে আছে।প্রত্নতাত্ত্বিকরা মনে করেন,খ্রিষ্টপূর্ব ২৫৬০ থেকে ২৫৪০ অব্দের মধ্যে মিশরের চতুর্থ রাজবংশের রাজত্বকালে ফারাও খুফুর সময় পিরামিডটি নির্মাণ করা হয়।প্রায় ১২ একর জায়গার উপর প্রস্তরখণ্ডে নির্মিত এই বিশাল পিরামিডটি ৩,৮০০ বছর পর্যন্ত পৃথিবীর সর্ববৃহৎ ব্যবস্থাপনার স্থান দখল করেছিলো।প্রাথমিকভাবে এর উচ্চতা ছিলো ১৪৬.৫ মিটার।কিন্তু বর্তমানে এর উচ্চতা ১৩৮.৮ মিটার।পিরামিদতির প্রতিটি পাশ ২৩০.৪মিটার লম্বা।পিরামিডটির মোট আয়তন ২৫,০০,০০০ বর্গ মিটার।পিরামিডটির ওজন আনুমানিক ৫.৯ মিলিয়ন টন।আপনি জেনে আশ্চর্য হবেন যে এই পিরামিডটি নির্মাণে ১ লাখ শ্রমিকের প্রায় ২০ বছর সময় লেগেছিলো।

নাইমুল ইসলাম

পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube

No comments

পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।

Theme images by sbayram. Powered by Blogger.