পৃথিবীর সবচেয়ে প্রাচীন ৩টি গ্রন্থাগার !



১. অ্যাবে লাইব্রেরি অব সেন্ট গ্যালেন(Abbey Library of St. Gallen): সুইটজারল্যান্ডে অবস্থিত ‘অ্যাবে লাইব্রেরি অব সেন্ট গ্যালেন’ ৭১৯ সালে প্রতিষ্ঠিত হয়। এটি সুইটজারল্যান্ডের সবচেয়ে প্রাচীনতম ও অত্যান্ত গুরুত্বপূর্ণ সন্ন্যাসী সম্বন্ধীয় লাইব্রেরিগুলোর মধ্যে অন্যতম। এ লাইব্রেরিটিতে অষ্টম থেকে পঞ্চদশ শতাব্দীর ২,১০০টি পাণ্ডুলিপিসহ ১,৬০,০০০ বই সংরক্ষিত আছে। এই লাইব্রেরির বইগুলো পাঠকের পড়ার জন্য হলেও ১৯০০ সালের পূর্বে মুদ্রিত বইগুলো অবশ্যই লাইব্রেরির রিডিং রুমে বসে পড়তে হয়।


২. মেরটন কলেজ লাইব্রেরি (Merton College Library): ইংল্যান্ডের অক্সফোর্ডে মেরটন কলেজে অবস্থিত মেরটন কলেজ লাইব্রেরিটি ইংল্যান্ডের প্রাচীনতম লাইব্রেরিগুলোর মধ্যে একটি এবং ধারাবাহিকভাবে প্রতিদিন ব্যবহারের দিক থেকে এটি পৃথিবীর প্রাচীনতম লাইব্রেরি। এ লাইব্রেরিটি কলেজের বিভিন্ন অংশে অবস্থিত। লাইব্রেরিটিতে প্রথম দিককার মুদ্রিত বইসহ মধ্যযুগীয় ৩০০-এরও বেশি পাণ্ডুলিপি সংরক্ষিত আছে। লাইব্রেরিটির পুরোনো অংশ, যেটি ‘আপার লাইব্রেরি’ নামে পরিচিত  সেটি ১৩৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। ষোড়শ শতাব্দীতে স্যার হেনরি স্যাভিল কর্তৃক ‘আপার লাইব্রেরি’র উন্নয়ন করা হয়।


৩. ভ্যাটিকান লাইব্রেরি (Vatican Library): ভ্যাটিকান সিটিতে অবস্থিত ভ্যাটিকান লাইব্রেরি নামে পরিচিত ‘ভ্যাটিকান অ্যাপোসটলিক লাইব্রেরি’ (ল্যাটিন ভাষায়- বিবলিওথেকা অ্যাপোসটলিকা ভ্যাটিকানা) পৃথিবীর প্রাচীনতম একটি লাইব্রেরি, যেটিকে খুবই পবিত্রতার দৃষ্টিতে দেখা হয়। এ লাইব্রেরিটিতে ৭৫,০০০ হাতে লেখা গ্রন্থসহ বহু ঐতিহাসিক বস্তু সংরক্ষিত আছে। লাইব্রেরিটি প্রতিষ্ঠিত হয় ১৪৭৫ সালে। পুননির্মাণের কারণে ২০০৭ সালের জুলাই মাস থেকে এ লাইব্রেরিটি জনসাধারণের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিলো এবং ২০১০ সালের সেপ্টেম্বর মাসে এটি আবার উন্মুক্ত করে দেয়া হয়।

নাইমুল ইসলাম

পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube

No comments

পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।

Theme images by sbayram. Powered by Blogger.