বিশ্বের প্রাচীন ও গভীরতম হ্রদ!


রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত প্রাকৃতিকভাবে সৃষ্ট ও পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ হোল বৈকাল হ্রদ।ধারণা করা হয় এ হ্রদটি ২৫ থেকে ৩০ মিলিয়ন বছর আগে ভূগর্ভে তীব্র আলোড়নের ফলে ভূপৃষ্ঠে ফাটলের সৃষ্টি হয়ে উদ্ভব হয়েছিলো।১৭৪১ মিটার আয়তনের এ হ্রদটির আয়তন প্রায় ৩১,৫০০ বর্গ কিলোমিটার।এটি বিশ্বের গভীরতম ও আয়তন অনুযায়ী বিশ্বের বৃহত্তম মিঠা পানির হ্রদ।তিনশো টিরও বেশি নদীর পানি এসে এই হ্রদে পড়ে এবং আঙ্গারা নদীর মাধ্যমে এই পানি বাইরে নিস্কাশিত হয়।প্রকৃতির এই আশ্চর্য বিস্ময় হ্রদটি মৎস্য সম্পদে সমৃদ্ধ।বৈকাল হ্রদ  এলাকায় ২০০০ রেরও বেশি প্রজাতির উদ্ভিদ আছে।যার বেশীর ভাগই পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায়না।১৯৯৬ সালে এই হ্রদকে ইউনেস্কো ‘বিশ্ব ঐতিহ্যবাহী স্থান’ হিসেবে ঘোষণা করে।বৈকাল হ্রদ ‘সাইবেরিয়ার নীল নয়ন’ বা ‘সাইবেরিয়ার মুক্তা’ নামেও পরিচিত।বছরে ৫ মাস বরফে ঢাকা এ হ্রদের সৌন্দর্য সবসময় পর্যটকদের আকৃষ্ট করে।   

নাইমুল ইসলাম

পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube

No comments

পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।

Theme images by sbayram. Powered by Blogger.