বিশ্বের সবচেয়ে ব্যায়বহুল স্টেডিয়াম ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়াম!
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্টেডিয়াম হচ্ছে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়াম, যা নির্মাণে খরচ হয়েছে প্রায় ৮০০ মিলিয়ন পাউন্ড। ২০০২ সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় ২০০৭ সালে। ১ কিলোমিটার বিস্তৃত এ স্টেডিয়ামটি নির্মাণের সময় প্রায় ৩,৫০০ নির্মাণ শ্রমিক কাজ করে। ৯০,০০০ দর্শকের বসার জায়গা রয়েছে এই স্টেডিয়ামে। এতে স্থাপন করা হয়েছে স্লাইডিং ছাদ, যা স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে খোলা ও বন্ধ করা যায়। এ ছাদের নিচে কোনো ধরনের পিলার বা সাপোর্ট নেই। আর এ কারণেই স্টেডিয়ামটি উদ্বোধনের আগেই ২০০৬ সালে গ্রিনেজ ওয়ার্ল্ড রেকর্ড বুকে তার নিজের নাম লেখায়। স্টেডিয়ামটিতে ব্যবহৃত হয়েছে ২৩,০০০ টন স্টিল, যার ৭,০০০ টন লেগেছে শুধু ছাদ তৈরিতেই।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।