রাজধানী ঢাকার নামকরনের ইতিহাস!
বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা বাংলাদেশের রাজধানী ও বৃহত্তম শহর।প্রায় ১কোটি ৪০ লাখ জনসংখ্যার এ শহরটি বিশ্বের অন্যতম বৃহত্তম শহর।ঢাকা শহর কে মসজিদের শহর বলা হয়।প্রতিদিন এ শহরে প্রায় ৪ লাখ রিকশা চলে তাই এ শহরটিকে রিকশার শহরও বলা হয়।সপ্তদশ শতাব্দীতে ঢাকা প্রথম বারের মত প্রাচীন বাংলার রাজধানী হয়েছিলো ১৬১০ সালে।সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে তখন ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখা হয়েছিলো।আধুনিক ঢাকার বিকাশ ঘটে উনবিংশ শতাব্দিতে ইংরেজ শাসনামলে।১৯০৫ সালে বঙ্গভঙ্গর সময় ঢাকাকে আবার পূর্ব বাংলার রাজধানী করা হয়।১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হলে ঢাকা প্রাদেশিক রাজধানীর মর্যাদা হারায়।১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হলে ঢাকা কে পূর্ব পাকিস্তানের রাজধানী করা হয়।পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলে ধা স্থায়ী ভাবে বাংলাদেশের রাজধানি হয়।
ঢাকার নামকরনের ইতিহাস-
Ø ঢাকার নামকরনের ইতিহাস নিয়ে সঠিক কোন ইতিহাস জানা যায়নি।বিভিন্ন ঐতিহাসিক এই ব্যাপারে বিভিন্ন মতবাদ দিয়েছেন।
Ø কেউ কেউ মনে করেন ঢাকেশ্বরী মন্দিরের নাম থেকে ঢাকা নামটি এসেছে।
Ø আবার কেউ কেউ মনে করেন সুবাদার ইসলাম খান যখন ঢাকার সম্রাট হন তখন তিনি ঢাক বাজানোর নির্দেশ দিয়েছিলেন সেই ঢাক থেকেই ঢাকা নামটির উৎপত্তি।
Ø আবার কেউ কেউ মনে করেন এখানে এক সময় ঢাক ভাষা নামে এক ভাষা প্রচলিত ছিলো সেখান থেকেই ঢাকা নামটির উৎপত্তি।
Ø আবার কেউ বলেন এক সময় এ অঞ্চলে প্রচুর ঢাক গাছ ছিলো আর এই ঢাক গাছ থেকেই ঢাকা নামের উৎপত্তি।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।