স্টোনহেঞ্জের রহস্য !
ব্রিটিশ রাজত্বের শক্তি, ক্ষমতা ও সহনশীলতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে রহস্যজনক স্টোনহেঞ্জ। খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দে প্রায় ৫০০ শ্রমিক বহু দূর থেকে কখনো পানিতে, কখনো দড়িতে টেনে, কখনো রোলারে করে বিশাল বিশাল পাথরখন্ড (যার কোনোটির ওজন ৫০ টন) এনে তৈরি করে এই স্টোনহেঞ্জ। আধুনিক নিতত্ত্ব ও প্রত্নতত্ত্ববিদরা এখনো এটি তৈরির কারণ খুজে পাননি। কারো কারো মতে, নরবলির জন্যে আবার কারো কারো মতে চন্দ্র-সূর্যের অবস্থান এবং মৌসুম নির্ধারণ করার জন্য, মানমন্দির হিসেবে তৈরি করা হয়েছিল এটি। ইউনেস্কো ১৯৮৬ সালে এটিকে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে তালিকাভুক্ত করে।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।