ডাইনোসরের সাথে বিলুপ্ত হয়ে যাওয়া সমুদ্রের বিস্ময়কর কিছু প্রাণী !
সামুদ্রিক সরীসৃপদের দেখা যেতো গভীর ও অগভীর সমুদ্রে এবং উপকূলীয় অঞ্চলে। ডাইনোসরদের যখন বিলুপ্তি ঘটে ঠিক তখনই সামুদ্রিক সরীসৃপদেরও বিলুপ্তি ঘটে। সামুদ্রিক সরীসৃপ নামটি ডাইনোসরের সাথে মোটেই সম্পর্কিত নয়। নিচে এমনই কিছু প্রাণীদের কথা আলোচনা করা হলো-
নোথোসরাস ( Nothosaurus ) ঃ
এরা ছিল ৪৬ ফুট লম্বা। এদের মাথাটিও ছিল বেশ লম্বা। এদের চোয়াল ছিল বেশ শক্তিশালী। এদের প্রধান খাদ্য ছিল মাছ।
টাইলোসরাস ( Tylosaurus ) ঃ
৩৬ ফুট লম্বা এই টাইলোসরাস মাছ, স্কুইড এবং কচ্ছপ শিকার করে খেতো। এ প্রাণীটি বর্তমান মনিটর লিজারড এবং সাপের সাথে গভীর সম্পর্কযুক্ত
ইকথাইওসরাস ( Ichthyosaurus ) ঃ
এরা ৬ ফুট ৬ ইঞ্চি পর্যন্ত লম্বা হতো এবং এদের ওজন ছিল ৯০ কেজি। স্ত্রী ইকথাইওসরাস ডিম পারতো না, সরাসরি বাচ্চা প্রসব করতো।
ক্রোনোসরাস ( Kronosaurus ) ঃ
এরা ৩৩ ফুট লম্বা ছিল এবং এদের ওজন ছিল ৭ টন। এদের পাখার মতো বিশালাকৃতির ফ্লিপার ছিল। এদের চোয়াল ছিল খুবই শক্তিশালী।
প্লিওসরাস ( Pliosaurus ) ঃ
প্লিওসরাসের জীবাশ্ম থেকে প্রমাণিত হয় যে, এরা সমদ্র সিংহের মতো পানিতে গ্লাইড করতো। কিন্তু ৮২ ফুট লম্বা এবং ১৫০ টনের এ প্রাণীটি সমুদ্র সিংহের চেয়ে ১০ গুন বর ছিল। আজ থেকে প্রায় ১৫ কোটি বছর আগে এরা পানির রাজ্য শাসন করতো। এদের মুখটি এত বড় ছিল যে, হা করলে একটি চার চাকার গাড়ি অনায়াসেই মুখে ঢুকে যাবে।
নোথোসরাস ( Nothosaurus ) ঃ
এরা ছিল ৪৬ ফুট লম্বা। এদের মাথাটিও ছিল বেশ লম্বা। এদের চোয়াল ছিল বেশ শক্তিশালী। এদের প্রধান খাদ্য ছিল মাছ।
টাইলোসরাস ( Tylosaurus ) ঃ
৩৬ ফুট লম্বা এই টাইলোসরাস মাছ, স্কুইড এবং কচ্ছপ শিকার করে খেতো। এ প্রাণীটি বর্তমান মনিটর লিজারড এবং সাপের সাথে গভীর সম্পর্কযুক্ত
ইকথাইওসরাস ( Ichthyosaurus ) ঃ
এরা ৬ ফুট ৬ ইঞ্চি পর্যন্ত লম্বা হতো এবং এদের ওজন ছিল ৯০ কেজি। স্ত্রী ইকথাইওসরাস ডিম পারতো না, সরাসরি বাচ্চা প্রসব করতো।
ক্রোনোসরাস ( Kronosaurus ) ঃ
এরা ৩৩ ফুট লম্বা ছিল এবং এদের ওজন ছিল ৭ টন। এদের পাখার মতো বিশালাকৃতির ফ্লিপার ছিল। এদের চোয়াল ছিল খুবই শক্তিশালী।
প্লিওসরাস ( Pliosaurus ) ঃ
প্লিওসরাসের জীবাশ্ম থেকে প্রমাণিত হয় যে, এরা সমদ্র সিংহের মতো পানিতে গ্লাইড করতো। কিন্তু ৮২ ফুট লম্বা এবং ১৫০ টনের এ প্রাণীটি সমুদ্র সিংহের চেয়ে ১০ গুন বর ছিল। আজ থেকে প্রায় ১৫ কোটি বছর আগে এরা পানির রাজ্য শাসন করতো। এদের মুখটি এত বড় ছিল যে, হা করলে একটি চার চাকার গাড়ি অনায়াসেই মুখে ঢুকে যাবে।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।