সময়ের বিবর্তন ও ইতিহাসের কিছু বিখ্যাত ঘটনা!


সময় কারো জন্য অপেক্ষা করেনা।সময় নিরন্তর বয়ে চলে।সৃষ্টির আদি কাল থেকে যার যাত্রা এবং স্রিস্তির ধ্বংস পর্যন্ত এর অস্তিত্ত।সময়ের কোন শেষ নেই।কোন কিছুই এর গতিকে প্রতিহত করতে পারেনা।সেই সময়কে মানুষ একটি হিসেবের মধ্যে এনেছে।আজ আপনাদের জানাব ইতিহাসের বিখ্যাত কিছু ঘটনা যার মাধ্যমে আপনি সময় সম্পর্কে ধারণা পাবেন।
ইতিহাসের বিখ্যাত কিছু ঘটনা-
১৫০০-১৩০০খ্রিষ্টাব্দ
Ø মিশরে সূর্য ঘড়ির ব্যাবহার শুরু হয়,পৃথিবীর ঘূর্ণনের সাথে সাথে সূর্য ঘড়ির কাঁটা সময় নির্দেশ করে।
৪০০ খ্রিস্টপূর্ব
Ø গ্রীসে পানি ঘড়ির ব্যাবহার শুরু হয়।একটি পাত্র থেকে পানি গড়িয়ে পড়ত এবং একটি নির্দিষ্ট সমতলে পৌছলে নির্দিষ্ট সময় নির্দেশ করত।
৮৯০ খ্রিষ্টাব্দ
Ø ইংল্যান্ডের মানুষ সময় নির্দেশ করা মোমবাতি ব্যাবহার ব্যাবহার করা শুরু করে।
১২শ তম শতাব্দী
Ø আয়নার ঘণ্টা যা সন্ন্যাসীরা প্রার্থনার সময় ব্যাবহার করা শুরু করে।
১৩২৫ সাল
Ø ইংল্যান্ডের নরউইচ কাথিড্রিলে প্রথম কাঁটাযুক্ত ঘড়ির ব্যাবহার শুরু হয়।
১৩৫০ সাল
Ø জার্মানির উজবারগে নিদ্রাভঙ্গের সংকেত প্রদানকারী ঘড়ি তৈরি করা হয়।
১৩৬৪ সাল
Ø মানুষের বাড়িতে প্রথম ঘড়ির ব্যাবহার শুরু হয়।
১৩৮৬ সাল
Ø স্যালিসবারি ক্যাথিড্রিলে ঘড়ি স্থাপন।এটি হছে বিশ্বের সবচেয়ে প্রাচীন ঘড়ি।
১৬৫৭ সাল
Ø নেদারল্যান্ডসে সর্বপ্রথম পেন্ডুলাম ঘড়ি আবিষ্কার করা হয়।
১৬৬৫ সাল
Ø জোন হ্যারিসন সামুদ্রিক ঘড়ি তৈরি করেন।
১৮৮০ সাল
Ø গ্রিনিচ মান সময়কে পৃথিবীর সকল অঞ্চলের সময় নির্ধারণের মানদণ্ড হিসেবে ধরা শুরু হয়।
১৮৮০ সাল
Ø জার্মান নৌবাহিনির জন্য সর্বপ্রথম হাত ঘড়ি আবিষ্কার করা হয়।
১৯৪৯ সাল
Ø সর্বপ্রথম আনবিক ঘড়ি ব্যাবহার শুরু হয়।
১৯৬৯ সাল
Ø জাপানে সর্বপ্রথম হাত ঘড়ি বিক্রি শুরু হয়।
১৯৭০ সাল
Ø ডিজিটাল ঘড়ির বহুল ব্যাবহার এবং সল্পমূল্যে বিক্রি শুরু হয়।

নাইমুল ইসলাম

পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube

No comments

পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।

Theme images by sbayram. Powered by Blogger.