এবার বৃহস্পতি গ্রহে পানির সন্ধান দাবি নাসার!
সম্প্রতি নাসার বিজ্ঞানীরা দাবি করেছেন বৃহস্পতি গ্রহের 'গ্রেট রেড স্পটে ' পানির অস্তিত্ব রয়েছে।'গ্রেট রেড স্পটে ' ৩৫০ বছরের বেশি সময় ধরে একটি ঘূর্ণিঝড় চলছে।এই ঝড়ের উপরে থাকা মেঘেই পানির সন্ধান পেলেন বিজ্ঞানীরা।অ্যাস্ট্রোফিজিসিস্ট গর্ডন বিজোরকারের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে টেলিস্কোপের মাধ্যমে বিজ্ঞানীরা বৃহস্পতির এই ‘গ্রেট রেড স্পট’ নিয়ে পরীক্ষা চালাচ্ছিলেন। সেখানে তাপ বিকিরণ খোঁজার সময় হঠাৎ টেলিস্কোপে জলের কণার তরঙ্গদৈর্ঘ্যের সন্ধান পান বিজ্ঞানীরা।পানির সঙ্গে কার্বন মনোক্সাইড পাওয়া গেছে।ধারণা করা হচ্ছে সূর্য থেকে নয় গুন বেশি অক্সিজেন রয়েছে বৃহস্পতিতে। অনেক দিন ধরেই বৃহস্পতি গ্রহে পানি থাকার কথা বলে আসছিলেন বিজ্ঞানীরা। এবার বাস্তবে এর প্রমাণ মিলল।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।