রহস্যময় মৃত্যু উপত্যকা !


উত্তর আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ‘ডেথ ভ্যালি’ খুবই পরিচিত একটি স্থান। এ স্থানটি এক সময় ছিলো ভয়ঙ্কর মৃত্যু উপত্যকা। ডেথ ভ্যালির দৈর্ঘ্য ২২.৫ কিলোমিটার, আর প্রস্থ ২৪ কিলোমিটার। সমুদ্র সমতল থেকে ৮৫ মিটার নিচের এ স্থানটিতে মাঝে মাঝে তাপমাত্রা ৪৯° সেলসিয়াসে পৌঁছে। ডেথ ভ্যালিতে বৃষ্টিপাত হয় না বললেই চলে। ডেথ ভ্যালির পুরোটাই বালিতে পূর্ণ। এখানে মানুষের বসবাস প্রায় অসম্ভব। অষ্টাদশ শতাব্দীর ৭০-এর দশকের গোড়ার দিকে ডেথ ভ্যালির কাছে একটি সোনার খনির সন্ধান পাওয়া যায়। সেই সোনার খনিতে যাওয়ার সময় পথিমধ্যে মারা যায় অনেক মানুষ। আর এ কারণে তখন থেকেই এই উপত্যকাটির নাম হয়েছে ‘ডেথ ভ্যালি’। বিস্ময়কর ব্যাপার হলো, এখান থেকে কয়েক হাজার ফুট গভীরের লবণাক্ত প্লেটও দেখতে পাওয়া যায়। ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা নিয়ে অনেক নাটক ও চলচিত্ত্র তৈরি হয়েছে।

নাইমুল ইসলাম

পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube

No comments

পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।

Theme images by sbayram. Powered by Blogger.