যন্ত্রটি দ্বারা কি সত্যিই মিথ্যামাপা সম্ভব? কি বলে বিজ্ঞান এর সম্পর্কে?
পলিগ্রাফ একটি মিথ্যামাপক যন্ত্র। পলিগ্রাফের পূর্বপুরুষ বলতে হয় ১৯৮৪ সালে আবিষ্কৃত রক্তচাপ মাপার যন্ত্রকে। তবে ১৯২১ সালেই প্রথম পলিগ্রাফ বা মিথ্যামাপক যন্ত্র তৈরি করেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মেডিক্যালের ছাত্র জন অগাস্টাস লারসন এবং ক্যালিফোর্নিয়ার বারকেলি পুলিশ বিভাগের একজন পুলিশ অফিসার। সবশেষে মানসিক স্বাস্থ্যের আর কতকগুলো মাপনযন্ত্র নিয়ে আবির্ভাব ঘটে আধুনিক পলিগ্রাফের। এ যন্ত্রটি বিভিন্ন মানসিক অবস্থার প্রেক্ষিতে কাজ করে। রক্তচাপ, শ্বাস-প্রশ্বাসের তালে হেরফের মাপজোখ করে শনাক্ত করা হয় মিথ্যাবাদীকে। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের ১৯টি প্রদেশের ফেডারেল কোর্টের ট্রায়ালে ও ইউরোপের বিচার ব্যবস্থায় ব্যবহৃত হয় পলিগ্রাফ। পলিগ্রাফ কানাডার বিচার বিভাগের আস্থা অর্জন করেছে। ১৯৮৭ সালে কোর্টে প্রমাণ হিসেবে এতে স্বীকৃত ব্যবস্থা হিসেবে গ্রহণ করা না হলেও ফরেনসিক টুল হিসেবে এর ব্যপক ব্যবহার রয়েছে। মিথ্যামাপক এ যন্ত্রটির গ্রহণযোগ্যতা সম্পর্কে গবেষকরা বলেন, প্রায় ৮০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত নির্ভরযোগ্য এটি।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।