মোমো সুইসাইড চ্যালেঞ্জ ও এই চ্যালেঞ্জ থেকে কিভাবে বাঁচবেন?



মনে পড়ে ব্লু হোয়েল গেমের কথা?একসময় নামটি শুনলেই রক্ত হিম হয়ে যেত।ব্লু হয়েল আতঙ্ক কাটার পর এবার এসেছে মোমো আতঙ্ক। মোমো আতঙ্কে এখন আবার কাঁপছে পুরো ইন্টারনেট দুনিয়া। মোমো  গেমের ফাঁদে পা দিয়ে সর্বপ্রথম প্রাণ গেছে আর্জেন্টিনার ১২ বছরের এক কিশোরীর। পুলিশের প্রাথমিক ধারণা এই ভয়ংকর গেমই নিয়েছে কিশোরী মেয়েটির প্রাণ। আর্জেন্টিনার ওই ঘটনার পর ক্রমশ মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি-সহ একাধিক দেশে মোমো গেমের কথা সামনে আসে। সতর্কতা বাড়িয়ে দেয় সে সব দেশের প্রশাসন। আসুন এই ভয়ংকর গেমটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই।  
মোমো চ্যালেঞ্জ কি?
মোমো চ্যালেঞ্জ হল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একধরনের সাইবার চ্যালেঞ্জ। অজানা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে যে মেসেজে লেখা থাকে –Hi This is MoMo. আর এভাবেই শুরু হয় মোমো চ্যালেঞ্জ।এই লোভনীয় মোমো  লেখাটি দেখে খেলা শুরু করলেই পরিণতি মৃত্যু। অর্ধেক নারী ও অর্ধেক পাখি এই অদ্ভুত আইকনটি খুব সহজেই ছোটোদের মনে ভয় ধরিয়ে দিতে পারে।
এই গেমে ব্লু হোয়েলের মত নিজেকে আঘাত করার মতো ভয়ঙ্কর কিছু কাজের চ্যালেঞ্জ থাকে ৷ নির্দেশ মানা না হলে নানা হুমকি দেয়া হয় এবং ব্লাক মেইল শুরু করা হয়। মূলত ফোন হ্যাক করে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে তারপর ব্লাকমেইল শুরু করা হয়।
কারা শিকার হচ্ছেন?
এই খেলার পেছনে যারা রয়েছে তারা মুলত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার কারিদের টার্গেট করছেন।বিশেষ করে যারা অবসাদে ভুগছেন এবং এ ব্যাপারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন তারাই মুলত এই মোমো চ্যালেঞ্জর শিকার হচ্ছেন।
সাইবার বিশেষজ্ঞরা বলছেন কারো মোবাইলে এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে মোবাইলে স্পাইওয়ার  ডাউনলোড হয়ে যাচ্ছে ।ফলে ঐ মোবাইলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ মোমো কর্তৃপক্ষর নিকট চলে যাচ্ছে যার সুযোগ নিয়ে  ব্লাকমেইল করছে মোমো চ্যালেঞ্জর পেছনে থাকা কুৎসিত মানুষগুলো।
মোমো চ্যালেঞ্জ থেকে কিভাবে বাঁচবেন?
হোয়াটসঅ্যাপে কোন লিঙ্কে ক্লিক করার আগে ভালোভাবে দেখে নিন। মোমোর ছবি সংবলিত কোন লিঙ্ক বা শুধু ছবি হলেও হোয়াটসঅ্যাপের ঐ নাম্বারটি তৎক্ষণাৎ ব্লক করে দিন প্রয়োজনে পুলিশের নিকট অভিযোগ করুন। মোমো চ্যালেঞ্জ নিয়ে আতঙ্কিত না হয়ে এড়িয়ে চলুন এবং সতর্ক থাকুন।নিজের ব্যাক্তিগত তথ্য অনলাইনে শেয়ার করা থেকে বিরত থাকুন।

নাইমুল ইসলাম

পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube

No comments

পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।

Theme images by sbayram. Powered by Blogger.