পৃথিবীর মানচিত্রের ইতিহাস! কীভাবে তৈরি হলো আজকের পৃথিবীর মানচিত্র ?


মানচিত্র বলতে আমরা পৃথিবীর পৃষ্ঠভাগের অঙ্কিত চিত্রকে বুঝি। পৃথিবীর মানচিত্র প্রধানত দুই ধরনের হয়ে থাকে-
১. রাজনৈতিক মানচিত্র ও ২. প্রাকৃতিক মানচিত্র। রাজনৈতিক মানচিত্রে প্রধানত দেশ ও মহাদেশের সীমারেখাকে প্রাধান্য দেয়া হয়। আর প্রাকৃতিক মানচিত্রে পাহাড়-পর্বত, সাগর-মহাসাগর, মাটির ধরন এবং ভূমির ব্যবহার ইত্যাদির চিত্রকে প্রাধান্য দেয়া হয়।

মানচিত্রের ইতিহাসঃ মানচিত্র বললেই আমাদের চোখে ভেসে ওঠে একটি এলাকা, একটি দেশ, একটি মহাদেশ কিংবা গোটা পৃথিবী, যাতে থাকে প্রাসঙ্গিক সব তথ্য ও উপাত্ত। বিশেষজ্ঞদের মতে, ল্যাটিন শব্দ ‘মাপ্পা’ (Mappa) থেকে ইংরেজি  Map শব্দটির উৎপত্তি হয়েছে। মাপ্পা শব্দের অর্থ কাপড়ের টুকরো। প্রাচীনকালে কাপড়ের ওপর ম্যাপ আঁকা হতো। মানচিত্রের ইতিহাস সভ্যতার ইতিহাসের মতোই সুপ্রাচীন। ব্যাবিলনীয় বা মিশরীয় সভ্যতার মানুষরা মানচিত্রের আদি রূপকার হলেও ইতিহাসবিদরা প্রমাণ করেছেন যে, প্রাগৈতিহাসিক যুগের মানুষ অর্থাৎ গুহাবাসী মানুষরা মানচিত্র তৈরির প্রথম সূত্রপাত করেছিলো। দক্ষিণ আমেরিকার ইনকা সভ্যতার মানুষ পাথরের গায়ে এবং কাদামাটির ওপর আঁচড় কেটে একে অপরের কাছে মনের ভাব প্রকাশ করতো। এদিক থেকে বলা যায়, ভাষা আবিষ্কারের অনেক আগেই মানচিত্র ছিলো মানুষের ভাব প্রকাশের অপরিহার্য মাধ্যম। আবার প্রশান্ত মহাসাগরের মার্শাল দ্বীপের আদিম মানুষ প্রাগৈতিহাসিককাল থেকে মহাসমুদ্রে অসংখ্য দ্বীপের অবস্থান, সমুদ্রের ঢেউয়ের গতি-প্রকৃতি দেখাবার জন্য খেজুর পাতার শিরা এবং ঝিনুক দিয়ে নিজেদের মানচিত্র তৈরি করতো। বরফের দেশে বসবাসকারী এস্কিমোরা সীলের চামড়া টান টান করে মেলে ধরে তার ওপর কাঠের টুকরা লাগিয়ে তাদের দ্বীপের অবস্থান বোঝানোর চেষ্টা করতো। বস্তুক নিজেদের অবস্থান এবং পৃথিবীকে জানার আগ্রহই মানুষকে মানচিত্র আঁকার জন্য উদ্ধুদ্ধ করেছিল। খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের ভৌগোলিক ও জ্যোতির্বিদ মানচিত্র  এরাতোস্থেনাসকে মানচিত্র আঁকার পুরোধা বলে মনে করা হয়।

নাইমুল ইসলাম

পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube

1 comment:

  1. প্রশ্ন অনুযায়ী উত্তরটা যুক্তিযুক্ত হয়নি

    ReplyDelete

পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।

Theme images by sbayram. Powered by Blogger.