কীভাবে তৈরি হয় রংধনু?
সাধারণত বৃষ্টির পর আকাশে দিগন্ত পর্যন্ত বিস্তৃত সাত রঙে আঁকা বিরাট যে ধনুকাকৃতির ছবিটি দেখা যায় তাই হোল রংধনু।দেখতে ধনুকের মত বাঁকা হওয়ায় এর নাম হয়েছে রংধনু।একে রামধনুও বলা হয়।
যেভাবে রংধনু তৈরি হয়: বৃষ্টির কণা বা জলীয়বাষ্প মিশ্রিত বাতাসের মধ্যে দিয়ে সূর্যের আলো যাওয়ার সময় আলোর প্রতিসরণের কারণে বর্ণালীর সৃষ্টি হয়।এই বর্ণালীতে আলো সাতটি ভাগে ভাগ হয়ে যায়।এই সাতটি রং হচ্ছে বেগুনী,নীল,আসমানি,সবুজ,হলুদ,কমলা ও লাল।বাংলায় এই রং গুলোকে সেগুলোর প্রথম অক্ষর নিয়ে বলা হয়-বেনীআসহকলা।এই সাতটি রঙের আলোর ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘের কারনে এদের বেঁকে যাওয়ার পরিমানে তারতম্য দেখা যায়।যেমন লাল রঙের আলোকরশ্মি ৪২ ডিগ্রী কোণে বাঁকা হয়ে যায়।অন্যদিকে বেগুনী রঙের আলোকরশ্মি ৪০ ডিগ্রী কোণে বাঁকা হয়ে যায়।এই কারণে রংধনুর রংগুলোকে একটি নির্দিষ্ট সারিতে সবসময় দেখা যায়।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।