ভারতের পরীক্ষা নিচ্ছে হংকং!
এশিয়া কাপে আজকের ভারত বনাম হংকং ম্যাচে ভারতকে চাপে ফেলেছে এশিয়া কাপের নতুন সদস্য দেশ হংকং।ভারতের দেয়া ২৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এই পর্যন্ত হংকঙ্গের সংগ্রহ ২২ ওভারে বিনা উইকেটে ১১৯ রান।হংকঙ্গের পক্ষে নিজাকাত ৭৩ বলে ৬৯ এবং অংশুমান ৬২ বলে ৪২ রানে অপরাজিত আছেন।ভারতের বোলাররা এখন পর্যন্ত কোন উইকেটের দেখা পায়নি।
এর আগে ব্যাট করতে নেমে শেখর ধাওয়ানের সেঞ্চুরির উপর ভর করে ভারত ২৮৫ রান করে।
হংকং কে হালকা ভাবে নিয়ে এবং আগামীকাল পাকিস্তানের সাথে ভারতের ম্যাচ থাকায় ভারতের অনেক নিয়মিত খেলয়াড় আজকের ম্যাচে খেলছেন না।আর এ কারনেই ভারতকে এই পরীক্ষার মুখোমুখি পড়তে হয়েছে।অবশ্য হংকঙ্গের খেলোয়াড়রাও দারুণ খেলছেন।দারুণ বোলিং করে ভারতকে ২৮৫ রানে আটকে রেখেছেন এবং এখন পর্যন্ত নিখুঁত ব্যাটিং করছেন।
এখন অপেক্ষার পালা এই এশিয়া কাপ নতুন কোন দুর্ঘটনার সাক্ষী হয় কিনা?
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।