মহাবিস্ফোরণ তত্ত্বের ইতিহাস!


মহাবিশ্বের সৃষ্টিরহস্য নিয়ে বিজ্ঞানীদের গবেষণার অন্ত নেই। তবে এরই মধ্যে বিজ্ঞানীরা মহাবিশ্বে সৃষ্টিরহস্যের দুটি তত্ত্ব উপস্থাপন করেছেন। এর একটি হলো ‘স্থির মহাবিশ্ব তত্ত্ব’ (Steady State Theory) এবং অপরটি হলো ‘মহাবিস্ফোরণ তত্ত্ব’ (Big Bang Theory)। ভৌত বিশ্বতত্ত্বে মহাবিস্ফোরণ তত্ত্ব মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে প্রদত্ত একটি বৈজ্ঞানিক তত্ত্ব। এই তত্ত্বের অন্যতম বৈশিষ্ট্য হলো, কোনো ধারাবাহিক প্রক্রিয়ার পরিবর্তে একটি বিশেষ মুহূর্তে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। মহাবিশ্বের গঠন এবং এর সাথে তত্ত্বীয় উপাদানসমূহের সমন্বয় সাধনের চেষ্টা থেকেই মহাবিস্ফোরণ তত্ত্বের উৎপত্তি হয়েছে। মহাকাশ গবেষকরা দেখতে পান যে, অধিকাংশ নীহারিকা পৃথিবী থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। অবশ্য বিশ্বতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা আরও পরে হয়েছে। বর্তমানকালে আমরা জানি, যে নীহারিকাগুলো পর্যবেক্ষণ করা হয়েছে সেগুলো আসলে নীহারিকা নয়, বরং আমাদের গ্যালাক্সির বাইরের ছায়াপথ ছিল। ১৯২৭ সালে বেলজিয়ামের একজন রোমান ক্যাথলিক ধর্ম প্রচারক জর্জেস লেমাইট্র আলবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতাবাদ এবং আলেকজান্ডার ফ্রিডমান-এর গবেষণার ওপর ভিত্তি করে আদি কনার অস্তিত্বের বিষয়ে আলকপাত করেন। তারপর ১৯২৯ সালে বিজ্ঞানী এডুইন হাবল লেমাইট্র-এর তত্ত্বের সপক্ষে একটি গবেষণামূলক প্রমাণ উপস্থাপন করেন।

নাইমুল ইসলাম

পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube

No comments

পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।

Theme images by sbayram. Powered by Blogger.