অলিম্পিক গেমস এর ইতিহাস !


অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা, যেখানে গ্রীষ্মকালীন ও শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণে করে তাদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করতে পারেন। প্রায় ২০০টি দেশের ক্রীড়াবিদদের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সন্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে। অলিম্পিক গেমস প্রতি ৪ বছর অন্তর অনুষ্ঠিত হয়।

ইতিহাসঃ ঐতিহাসিকদের মতে, অলিম্পিক গেমসের জনক ‘হেরাক্লিস’। তিনি গ্রিসের দক্ষিণ ভাগের পেলোপনিস ও ম্যাসিডোনিয়ার মধ্যবর্তী স্থানে কয়েকটি ছোট ছোট পাহাড় নিয়ে গঠিত অলিম্পিয়ার পাদদেশে স্টেডিয়াম নির্মাণ করেন। হেরাক্লিস তাঁর বাবা জিউস দেবতার সন্মানে এ স্টেডিয়াম নির্মাণ করেন। এ স্টেডিয়াম নির্মাণে মাত্র ১২ জন শ্রমিক কাজ করেন। স্টেডিয়াম নির্মাণ শেষ হলে গ্রিক দেবতা সরাসরি লাইন বরাবর হাঁটতে থাকেন। ২০০ কদম হাটার পর জিউস দাঁড়িয়ে পরেন। সেই থেকে অদ্যাবধি আধুনিক ট্রাক অ্যান্ড ফিল্ডের পরিসর ২০০ কদম। ঐতিহাসিকদের মতে, প্রথম অলিম্পিক শুরু হয় ৭৭৬ অব্দে। খ্রিস্টপূর্ব ৭৭৬ অব্দের পর প্রতি ৪ বছর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হতো। এই সময়টিকে বলা হতো অলিম্পিয়াড। সর্বশেষ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় ৩৯৩ খ্রিষ্টাব্দে। প্রাচীন অলিম্পিক গেমস ৫ দিন ধরে অনুষ্ঠিত হতো-
·       প্রথম দিনে- শপথ প্রহন, কুচকাওয়াজ এবং উদ্ভদন ভাষণ।
·       দ্বিতীয় দিনে- রথ চালনা ও পেন্টাথলন।
·       তৃতীয় দিনে- সকালে মিছিল ও পূজা, বিকেলে ছোটদের দৌড় প্রতিযোগিতা এবং বিকেলে মুষ্টিযুদ্ধ ও কুস্তি।
·       চতুর্থ দিনে- সকালে বিভিন্ন দৌড় প্রতিযোগিতা এবং বিকেলে মুষ্টিযুদ্ধ ও কুস্তি।
·       পঞ্চম দিনে- ভোজ, পরস্পর মেলামেশা, গান-বাজনা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান
প্রাচীন অলিম্পিকে বিজয়ীদের মাথায় পরিয়ে দেয়া হতো জলপাই গাছের পাতার তৈরি মুকুত।খেলার সূচনা হতো অলিম্পিক মশাল জ্বালিয়ে।

নাইমুল ইসলাম

পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube

No comments

পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।

Theme images by sbayram. Powered by Blogger.