নিজেদের প্রমাণ করার ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিল জার্মানি!

বিশ্বকাপ জয়ের তাজা স্মৃতি নিয়ে উয়েফা ন্যাশনস লিগের মাধ্যমে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরেছে ফ্রান্স। অপরদিকে মিউনিখে আয়োজিত এই ম্যাচ দিয়ে নিজেদের দেশের মাটিতে, নিজেদের দর্শকদের সামনে সামর্থ্যের প্রমাণ দিতে নেমেছিল জার্মানি।
সদ্য সমাপ্ত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার ভয়াবহ অভিজ্ঞতা থেকে ফেরা জোয়াকিম লো’র শিষ্যরা মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারেনায় শুরুটা করেছিল ভালোভাবেই। দারুণ কিছু আক্রমণ শানিয়ে ফরাসিদের ডিফেন্স নাড়িয়ে দিলেও গোলের দেখা পায়নি জার্মানরা। বরং জার্মানির আক্রমণ সামলে প্রায়ই পাল্টা আক্রমণে ওঠে এসেছে ব্লুজরা। বিশ্বকাপেও এভাবেই সফলতা পেয়েছিলেন ফরাসি কোচ দেশম।
এই ম্যাচে ড্র করে খুশি হতেই পারে ফ্রান্স।কেননা মাঠে তাদের পারফর্মেন্স হারার ইঙ্গিত দিচ্ছিল।অবশ্য এ কারণে ফ্রান্সের গোল কিপার দিদিয়ের দেশমের কাছ থেকে ধন্যবাদ পেতেই পারেন।জার্মানির একের পর এক আক্রমণ ঠেকিয়ে দিয়ে ম্যাচটি গোলশূন্য রাখতে তাঁর অবদানই সবচেয়ে বেশি ছিল।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।