ক্রীড়া বা খেলাধুলার সম্পূর্ণ ইতিহাস!

ইতিহাসঃ বিভিন্ন তথ্য সূত্র থেকে জানা যায়, চীনের নাগরিকরা খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে বিভিন্ন ধরনের খেলাধুলার সাথে জড়িত ছিলো। প্রচীন চীনের সবচেয়ে জনপ্রিয় খেলা হিসেবে স্থান পেয়েছিলো জিমন্যাস্টিকস। ফারাওদের সৃতিসৌধগুলো ইঙ্গিত করে যে, হাজার হাজার বছর আগে প্রাচীন মিশরে সাঁতার এবং মাছ ধরাসহ বেশ কিছু খেলার প্রচলন ছিলো। এছাড়াও মিশরীয় খেলাধুলার মধ্যে বর্শা নিক্ষেপ, উচ্চ লম্ফ এবং কুস্তির ব্যাপক প্রচলন ছিলো। প্রাচীন পারস্যে খেলাধুলার মধ্যে ইরানীয় মার্শাল আর্ট হিসেবে জোরখানে যুদ্ধাংদেহী মনোভাবের পরিচয় পাওয়া যায়। এছাড়াও প্রাচীন পারস্য খেলাধুলাগুলোর মধ্যে রয়েছে পলো এবং জস্টিং। প্রাচীন গ্রিসে খেলাধুলা ব্যাপক আকারে প্রতিষ্ঠিত হয়। গ্রিসের সংস্কৃতিতে খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয় এবং তারই ফলস্বরূপ প্রাচীন গ্রিসে ৪ বছর অন্তর পেলোপনেসাস-এর ছোট একটি গ্রাম অলিম্পিয়ায় অলিম্পিক গেমস নামের একটি বৃহৎ খেলাধুলার আসর বসতো।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।