ভাদু আইল্যান্ড –ঘুরে আসুন তারার সমুদ্র সৈকত থেকে !
ভাদু আইল্যান্ড যেখানে সন্ধ্যা নামলেই সমুদ্র সৈকত সাজে অপরূপ সৌন্দর্যে ।আর এই সাজ হোল তারার আলোর।তখন এই দ্বীপে স্বর্গীয় সৌন্দর্য নেমে আসে।এই সৌন্দর্য উপভোগ করতে হলে যেতে হবে মালদ্বীপে।
মালদ্বীপের রাজধানী মালে থেকে প্রায় ১৯৪ কিলোমিটার দূরে ভাদু আইল্যান্ড অবস্থিত।এই দ্বীপে প্রায় ৫৫০ জন মানুষ বসবাস করে।বিশাল সমুদ্র,নীল আকাশ ও প্রবাল সমৃদ্ধ এই সমুদ্র সৈকত পৃথিবীর যেকোন সমুদ্র সৈকত থেকে একেবারেই আলাদা।এর এই আলাদা হওয়ার কারণ হচ্ছে এর অপরূপ সৌন্দর্য।যা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে।সূর্য ডুবতেই এই সমুদ্র সৈকত ভরে ওঠে তারার আলোয়। দেখে মনে হয় কেউ যেন সৈকতে তারাবাতি জ্বালিয়ে দিয়েছে কিংবা হাজার হাজার তারা খসে পড়েছে সমুদ্র সৈকতে।আর সমুদ্রের ঢেউ তারাগুলোকে ভাসিয়ে এনেছে তীরে।দেখে মনে হবে সমুদ্র সৈকতে তারার মেলা বসেছে।কিন্তু আসলে এ তারাগুলো এক ধরনের জৈবিক আলো।এগুলো এক ধরনের ক্ষুদ্রাকৃতির ফাইটোপ্ল্যাঙ্কটন যেগুলো রাতের আঁধারে জ্বলজ্বল করে নীল রঙের আলোর দ্যুতি ছড়ায়।এ ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো মূলত শিকার ধরা,আত্মরক্ষা ও আক্রমণকারী প্রাণীকে বিভ্রান্ত করতে আলোর বিচ্ছুরণ ঘটায়।তখন এদের দেখতে তারার মত মনে হয়।প্রকৃতির এ অপরুপ সৌন্দর্য উপভোগ করতে সারা বছর এখানে পর্যটকরা ভিড় জমায়।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
ভাদু আইল্যান্ড –ঘুরে আসুন তারার সমুদ্র সৈকত থেকে !!
ReplyDelete🤠🤠🤠🤠🤠🤠🤠🤠🤠👌👌👌👌👌👌👌👌
https://youtu.be/dny71QMjuIc