যেসব চ্যানেলে দেখা যাবে এশিয়া কাপ !
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ।১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচের মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ।এবারের টুর্নামেন্টে ফাইনাল সহ মোট ১৩ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।দেশি চ্যানেলের পাশাপাশি কিছু বিদেশি চ্যানেলেও এশিয়া কাপ সরাসরি সম্প্রচার করবে।
বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর মধ্যে গাজী টিভি,মাছরাঙা টিভি এবং বিটিভি এশিয়া কাপ সরাসরি সম্প্রচার করবে।
বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর মধ্যে গাজী টিভি,মাছরাঙা টিভি এবং বিটিভি এশিয়া কাপ সরাসরি সম্প্রচার করবে।
ভারতের স্টার স্পোর্টসনেটওয়ার্ক ,ডিডিস্পোর্টস ও ডিডি ন্যাশনাল নেপাল,মালদ্বীপ,ভুটান,পাকিস্তান,শ্রীলংকা এবং ভারতের দর্শকদের জন্য সরাসরি এশিয়া কাপের প্রতিটি ম্যাচ সম্প্রচার করবে।
এছাড়া মালোশিয়ায় ক্রিকেট এইচডি, মদ্ধ্যপ্রাচ্য এ ওএসএন ক্রিকেট স্পোর্টস এইচডি এবং সিঙ্গাপুরে স্টার ক্রিকেট এশিয়া কাপের খেলা সরাসরি সম্প্রচার করুক।এবারের এশিয়া কাপ হোক বাংলাদেশের।বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি শুভকামনা।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।