সত্যিই কি প্রাণীরা হাসতে পারে ?
আমাদের অনেকের ধারণা, প্রাণিজগতের মধ্যে মানুষই কেবল হাসতে পারে, অন্যরা নয়। এ ধারণা ঠিক নয়। মানুষ ছাড়া প্রাণিজগতের মধ্যে আর যারা হাসতে পারে তারা হলো ওরাংউটান, গরিলা, শিম্পাঞ্জি এবং বোনোবো এরা সবাই মানুষের জ্ঞাতি এবং ‘গ্রেট অ্যাপস’ পরিবারভুক্ত। মানুষ যেভাবে হাসির মধ্য দিয়ে আনান্দসূচক অনুভূতির পাশাপাশি তার নানা ধরনের অভিব্যাক্তি প্রকাশ করে, তেমনি এই প্রাণীগুলোও তাদের পারস্পারিক ভাববিনিময়ের একটি অন্যতম মাধ্যম হিসেবে হাসি বিনিময় করে। বিজ্ঞানীরা বলেন, আজ থেকে ১ কোটি থেকে ১ কোটি ৬০ লাখ বছর আগের মধ্যবর্তী কোনো এক সময়ে হাসির উদ্ভব হয়। প্রাগৈতিহাসিক সেই সময়ে মানুষ ও গ্রেট অ্যাপসদের অভিন্ন পূর্বপুরুষেরা হাসতো। বংশগতির ধারায় উত্তরাধিকার সূত্রে তারা এই হাসাহাসির যোগ্যতা অর্জন করে।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।