এশিয়া কাপে উদ্বোধনী ম্যাচে ১৩৭ রানে শ্রীলংকাকে হারিয়েছে বাংলাদেশ!



এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩৭ রানে হারিয়ে দুর্দান্ত জয়  এনেছে বাংলাদেশ। টাইগাররা ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের ১৪৪ ও মিঠুনের ৬৩ রান ও তামিম ইকবালের অসাধারণ ত্যাগের বিনিময়ে ২৬১  রানের টার্গেট দেয় শ্রীলঙ্কাকে। কিন্তু ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা মাত্র ১২৪ রানে গুটিয়ে যায়।
দুবাইয়ের ব্যাটিং সহায়ক উইকেটের ওয়ানডে ক্রিকেটে ২৬২ রান খুব বেশি কিছু না। শনিবার টুর্নামেন্ট শুরুর ম্যাচে নাগালের মধ্যে থাকা লক্ষটাকেই পাহাড়সম উচ্চতায় নিয়ে যান বাংলাদেশী বোলাররা। টাইগারদের নিখুদ বোলিংয়ে শ্রীলঙ্কাদের ইনিংস থেমে যায় ৩৫.২ ওভারে। মাশরাফী বিন মোর্ত্তজা, মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট নিয়েছেন। রুবেল হোসেন, সাকিব,মোসাদ্দেক  নিয়েছেন একটি করে উইকেট
দিন দিন শ্রীলংকা ও বাংলাদেশ ক্রিকেটে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল হতে যাচ্ছে।তাই এই দলের খেলা আর দশটা দলের মত নয়।এবার বড় মঞ্চে লংকানদের হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা করলো বাংলাদেশ। 

নাইমুল ইসলাম

পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube

No comments

পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।

Theme images by sbayram. Powered by Blogger.