শ্রীলংকাকে ২৬২ রানের টার্গেট দিলো বাংলাদেশ !
২০১৮ সালের এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ২৬২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।মুশফিকুর রহিমের ১৪৪ রানের অসাধারণ ইনিংসের উপর ভর করে বাংলাদেশ এই রান সংগ্রহ করতে সমর্থ হয়েছে।
শুরুতেই ২ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিলো বাংলাদেশ।চাপে পড়া বাংলাদেশ দলকে মিঠুনকে সাথে নিয়ে লড়াই শুরু করেন মুশফিকুর রহিম। মিঠুন আউট হয়ে গেলে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এরপর মেহেদি মিরাজকে সাথে নিয়ে কিছুক্ষণ ব্যটিং সামলান মুশফিক। মিরাজের পর মাশরাফি ও রুবেল হোসেন কিছুক্ষণের মধ্যেই সাজ ঘরে ফেরেন। আবারও মুস্তাফিজুরকে সাথে নিয়ে লড়াই চালিয়ে যান মুশফিকুর রহিম।
মুস্তাফিজুর রহমান ভুল বোঝাবোঝির কারণে রান আউট হলে ইনজুরি নিয়ে মাঠে নামেন তামিম ইকবাল। তামিম ইকবাল এক প্রান্ত আগলে রাখেন অপর প্রান্তে ব্যাটিং তাণ্ডব চালান মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত ৪৯.৩ বলে ক্যাচ আউট হন মুশফিকুর রহিম। মুশফিকুর রহিমের ১৫০ বলে ১৪৪ রানের অসাধারণ ইনিংসে শেষ পর্যন্ত বাংলাদেশ ২৬১ রান সংগ্রহ করে।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।