পৃথিবীর ভয়ংকর ৫ টি দ্বীপ!

আজ আপনাদের সাথে এমন ৫টি দ্বীপের পরিচয় করিয়ে দিব যেখানে যাওয়ার কথা আপনি কল্পনাও করলেও আপনি শিউরে উঠবেন।
১.Snake Island
আপনি কখনো ভেবে দেখেছেন পৃথিবীতে এমনও দ্বীপ হতে পারে যেখানে শুধুমাত্র বিষধর সাপ দেখা যায়।এই সাপের দ্বীপ ব্রাজিলে অবস্থিত।এখানে এত বেশি সাপ আছে যে প্রতি স্কয়ার কিলোমিটারে ৫টি সাপ দেখা যায়।এই দ্বীপে গোল্ডেন সাপ নামে এক ধরনের সাপ রয়েছে আপনি জেনে অবাক হবেন যে এই সাপ কোন মানুষকে কামড়ালে ১০-১৫ মিনিটের মধ্যে মানুষটি মারা যাবে।
২.Crocodile island
Crocodile island অর্থাৎ কুমিরের দ্বীপ।এই দ্বীপের আসল নাম হোল রামরি দ্বীপ।সবচেয়ে বেশি মানুষকে আহত করার জন্য এই দ্বীপটি রেকর্ড বইয়ে নাম লিখিয়েছে।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাবাহিনীর এক হাজার সৈনিক ব্রিটিশ সেনাবাহিনী থেকে বাঁচার জন্য এই দ্বীপে আশ্রয় নিয়েছিলো।আপনি জেনে শিউরে উঠবেন যে এই দ্বীপের ভয়ংকর কুমির গুলির জন্য মাত্র ২০ জন সৈনিক জীবিত ফিরতে পেড়েছিলো।
৩.Komodo island
Comodo island ইন্দোনেশিয়ায় অবস্থিত।যেখানে কোমোডো ড্রাগন নামে কিছু ভয়ংকর প্রাণী বাস করে।১ম বিশ্বযুদ্ধের সময় দুর্ঘটনার শিকার হওয়া একটি বিমানের পাইলট দ্বিপটি আবিষ্কার করেছিলেন।
৪.Wild Horse Island
এই দ্বীপে ৭০০ জংলী ঘোড়া বসবাস করে।এই দ্বীপটি কানাডায় অবস্থিত।২০ জুন ২০১৭ সালে এই দ্বিপটিকে কানাডার একটি জাতীয় পার্ক হিসেবে ঘোষণা করা হয়।
৫.Rabbit Island
Rabbit Island অর্থাৎ খরগোশের দ্বীপ।জাপানে অবস্থিত এই দ্বীপটি খরগোশের দ্বীপ নামে পরিচিত।এই দ্বীপে হাজার হাজার খরগোশ বাস করে।এই দ্বীপে যদি আপনি খাবার নিয়ে প্রবেশ করেন তাহলে এই হাজার হাজার খরগোশগুলো আপনাকে ঘিরে ধরে খাবার গুলো ছিনিয়ে নেবে।
পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube
No comments
পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।