বুধ গ্রহের অজানা রহস্য। কিভাবে নামকরণ করা হলো?


বুধ সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ। এর ভূত্বক আমাদের চাঁদের মতো অসংখ্য খাদে ভরা এবং এবড়ো-থেবড়ো। অসংখ্য পাহাড় আর সমতল ভূমি আছে এ গ্রহে। নিজ অক্ষে ধীরগতিতে ঘুরলেও বুধের বার্ষিক গতি বেশ দ্রুত। মাত্র ৮৮ দিনে এটি সূর্যকে একবার প্রদক্ষিণ করে। অর্থাৎ বুধ গ্রহে ৮৮ দিনে এক বছর হয়। বুধ গ্রহকে পৃথিবী থেকে সহজে দেখা যায়। বুধ গ্রহে কোনো স্থিতিশীল বায়ুমণ্ডল নেই, নেই কোনো প্রাকৃতিক উপগ্রহ। পৃথিবীর অন্যান্য সব গ্রহের তুলনায় বুধ গ্রহের পৃষ্ঠদেশের তাপমাত্রায় সবচেয়ে বেসি পার্থক্য লক্ষ্য করা যায়। সেখানে রাতের বেলায় তাপমাত্রা থাকে _১৭৩° সেলসিয়াস ( _২৮০° ফারেনহাইট ) এবং দিনের বেলায় কিছু নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা থাকে ৪২৭° সেলসিয়াস° ( ৮০০° ফারেনহাইট ) বুধ গ্রহের সবচেয়ে উত্তপ্ত স্থান হলো অর্ধসৌর বিন্দু এবং শীতলতম স্থান হলো মেরুর নিকটে অবস্থিত খাদসমূহের নিন্ম বিন্দু। ১৯৭০ সালে ‘ম্যারিনার ১০’ এবং ২০০৪ সালে ‘মেসেঞ্জার’ নামক দুটি মহাকাশযান এ পর্যন্ত বুধ গ্রহ পরিদর্শন করে।

নামকরণ ও সংস্কৃতি: রোমানরা বুধ গ্রহের নামকরণ করেছিল তাদের ক্ষিপ্রগতিবিশিষ্ট বার্তাবাহক দেবতা মার্কিউরির নামানুসারে। পৌরাণিক কাহিনীতে মার্কিউরি ( বুধ ) হলো জুপিটার (বৃহস্পতি ) ও মেইয়ার পুত্র। গোধূলি বেলায় আকাশে বুধকে অতি দ্রুত গতিতে চলতে দেখা যায়। সম্ভবত এই কারণেই এর এ ধরনের নামকরণ করা হয়েছে। গ্রিকরা বুধকে ‘স্তিবলন’ নামে ডাকতো, যার অর্থ দ্রুতি প্রদানকারী। গ্রিসে এর অন্য একটি নাম ছিল ‘হেরমাওন’ বা ‘হারমিজ’।  মার্কিরি নামীয় এই গ্রহটির বাংলা নাম বুধ এসেছে ভারতে ব্যবহারিত এর সংস্কৃত নাম থেকে। ভারতে এর নাম ছিল বুধ। বুধ হলো চন্দ্রের পুত্রের নাম। চৈনিক, করীয়, জাপানি এবং ভিয়েতনামি সংস্কৃতিতে বুধ গ্রহকে ‘জল তারা’ বলা হয়। হিব্রতে এর নাম হলো ‘কোখাভ খামা’ তথা উত্তপ্ত বস্তুর তারা।

নাইমুল ইসলাম

পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube

No comments

পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।

Theme images by sbayram. Powered by Blogger.