এশিয়া কাপের ইতিহাস ও ১০ টি আলোচিত ঘটনা !


কিছুদিন পরেই বসছে এশিয়া কাপের আসর। এশিয়া কাপের ৩৪ বছরের ইতিহাসে রয়েছে অসংখ্য রেকর্ড ও আলোচিত ঘটনা।চলুন জেনে নেই এশিয়া কাপের ইতিহাস ও কিছু আলোচিত ঘটনা।
এশিয়া কাপ হলো এশিয়ার ক্রিকেট দল গুলো নিয়ে আয়োজিত একদিনের আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট। এশিয়া কাপের প্রথম আসর বসে ১৯৮৪ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৮৪ সালে প্রথম বারের মত এশিয়া কাপের আয়োজন করে  সংযুক্ত আরব আমিরাত এর শারজাহ শহরে। এ আসরে খেলা হয়েছিল ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে। ভারত এই টুর্নামেন্ট টি জয়ী হয়েছিল

আলোচিত  ঘটনা ১৯৮৬
১৯৮৬ সালে বাংলাদেশ প্রথমবারের মত এশিয়া কাপে অংশগ্রহণ করে। এই আসরেই নিজেদের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলে বাংলাদেশ। ১৯৮৬ সালে প্রথম বারের মত শ্রীলঙ্কা আন্তর্জাতিক টুর্নামেন্টর  আয়জন করে।এবং ভারত শ্রীলঙ্কার সাথে হীন ক্রিকেট সম্পর্কের কারনে এই আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলো।এই আসরে শ্রীলঙ্কা জয়ী হয়েছিল

আলোচিত  ঘটনা ১৯৮৮
১৯৮৮ সালে বাংলাদেশ প্রথম বারের মত এশিয়া কাপের আয়োজন করে এটি ছিল বাংলাদেশে আয়োজিত প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। ফাইনালে ভারত শ্রীলঙ্কার বিপক্ষে খেলে ৬ উইকেটে জয়ী হয়েছিল, এবং দ্বিতীয় বারের মত এশিয়া কাপ জয় করে।

আলোচিত  ঘটনা ১৯৯০
১৯৯০ সালের এশিয়া কাপ পাকিস্তান বর্জন করেছিলো ভারতের সাথে রাজনৈতিক সংঘাতের কারনে।এ আসরে জয়ী হয়েছিলো ভারত।

আলোচিত  ঘটনা ১৯৯৩
ভারত ও পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার কারনে ১৯৯৩ সালে এশিয়া কাপ বাতিল করা হয়েছিলো।

আলোচিত  ঘটনা ১৯৯৫ 
পঞ্চম পর্বের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় ১৯৯৫ সালে, সিরিজটি ১১ বছর পর আবার শারজাহ তে ফিরিয়ে নেয়া হয়।

আলোচিত  ঘটনা ২০০০
 ২০০০ সালে বাংলাদেশ দ্বিতীয় বারের মত এশিয়া কাপ আয়জন করে এবং এই আসরে প্রথমবারের মত পাকিস্তান এশিয়া কাপ জয় করে।

আলোচিত  ঘটনা ২০০২
২০০২ সালে এশিয়া টুর্নামেন্টর  ফরম্যাট পরিবর্তন করা হয়েছিল। অন্যান্য এশীয় দল যেমন ইউএই এবং হংকং অংশ নিয়েছিল প্রথমবারের মত, এবং টুর্নামেন্ট তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছিল- "গ্রুপ পর্যায়", "রাউন্ড-রবিন সুপার ফোর", এবং ফাইনাল।

আলোচিত  ঘটনা ২০১২
২০১২ সালে বাংলাদেশ প্রথমবারের মত এশিয়া কাপের ফাইনালে খেলে পাকিস্তানের বিপক্ষে এবং অবিশ্বাস্য ভাবে মাত্র ২ রানে হেরে যায়।

আলোচিত  ঘটনা ২০১৪
২০১৪ সালের এশিয়া কাপে প্রথম বারের মত আফগানিস্তান অংশগ্রহণ করে।

আলোচিত  ঘটনা ২০১৬
২০১৬ সালে প্রথম বার এশিয়া কাপ টি২০ ফরম্যাট এ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ টি ২০ তে পাকিস্তান ও শ্রীলংকা কে হারিয়ে ফাইনালে ওঠে।কিন্তু দুঃখজনক ভাবে মাত্র ২ রানের জন্য আবারো হেরে যায়।
এবার অপেক্ষার পালা ২০১৮ এশিয়া কাপের জন্য।বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভ কামনা।

নাইমুল ইসলাম

পোস্টটি লিখেছেন
আমি জয়। আমি এই ব্লগের এডমিন। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের স্থাপত্য বিভাগের একজন ছাত্র। আমি খুলনা থেকে ঢাকায় পড়তে এসেছি। আমি ব্লগ লিখি এবং আমি একজন ইউটিউবার। এর পাশাপাশি আমি গ্রাফিক ডিজাইন এর কাজ করি। ঘুরে বেড়ানো এবং সিনেমা দেখা আমি খুব পছন্দ করি।
Follow her @ Twitter | Facebook | YouTube

No comments

পোস্টটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন । আপনাদের কোন সমস্যাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো ।

Theme images by sbayram. Powered by Blogger.